চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার আয়োজিত ও ইস্পানী গ্রুফের পৃষ্টপোষকতায় পাইওনিয়ার ফুটবল লীগের ফাইনাল ম্যাচে শুরুর প্রাক্কালে উভয় টিমের খেলোয়াড়দের সাথে পরিচিত হয়ে সোমবার বিকেলে ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন সিএমপি র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এম .শামসুল আলম।
০৪ জুলাই, সোমবার বিকেলে দামপাড়া পুলিশ লাইন মাঠে মহানগর ক্রীড়া সংস্থার আয়োজনে পাইওনিয়ার ফুটবল লীগে ফাইনাল ম্যাচে দ্বিয়ার্ধে০৩নং জার্সিধারী মোঃ রাব্বির দেয়া একমাত্র গোলে কর্ণফুলীর শিকলবাহা স্পোটস একাডেমীকেহারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হালিশহর রামপুরা একাদশ ।
এবারের লিগে২৪টিমের অংশগ্রহণে সেরা খেলোয়াড়ের পুরস্কার ট্রপি সহ প্রাইজমানি লাভ করেন জয়ীদলের মোঃ রাব্বি, সেরা গোলদাতা একই টিমের মোঃ রায়হান আর লিগে সেরা সু-শৃংখল দলের ট্রফিসহ প্রাইজমানি জিতেন পতেঙ্গার ফরিদ ফুটবল একাডেমী।
এছাড়া দুই সেমিফাইনালিষ্ট দল(মোহরা স্পোটস ও নিমতলা এভারগ্রীন) কে ট্রপি প্রাইজমানি(৫হাজার টাকা) প্রদান করে মহানগরীর সংস্থা। কোয়াটার ফাইনাল ৪টিম কে ওপ্রাইজমানি পুরস্কার দেওয়া হয়।
লিগের চ্যাম্পিয়ন হালিশহর রামপুরা একাদশ ট্রফি সহ ২০হাজার টাকা এবং রানার্সআপ শিকলবাহা স্পোটস একাডেমী ট্রফি সহ ১৫হাজার টাকা লাভ করেন।
৭০মিনিটের ৩৩তম মহানগরী ক্রীড়া সংস্থার ইস্পানী পাইওনিয়ার ফুটবল লীগের ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিএমপি র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এম .শামসুল আলম । এসময় পুরস্কার বিতরণী মঞ্চে অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনা করেন রেফারী রতন কান্তি দেবাশিষ,সহকারী-বিটু বড়ুয়া,রাব্বি এবং ৪র্থ রেফারী ছিলেন-আঃ কাদের।
No comments:
Post a Comment